নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ার প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বীজ, সার ও কম্বাইন্ড হার্ভেষ্টার মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০২ নভেম্বর) সকালে উপজেলার জিমনেশিয়াম হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫৬০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
বিতারণকালে ইউএনও প্রিয়াংকা দেবী পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
এসময় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনুচ আলী, আ’লীগ নেতা নুরুল ইসলাম ঠান্টু, মডেল প্রেস ক্লাব’র সভাপতি কুতুব-উল-আলম, কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জান ও ফারহানা কনক প্রমুখ।
বক্তব্য শেষে উপজেলার ১টি পৌরসভা ও ৬ টি ইউনিয়নে ৪৮০ জনকে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি, ১০কেজি এমওপি ও ৮০ জনকে ৮ কেজি খেসাড়ী বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি পটাশ সার বিতরণ করা হয়। সে-সাথে কৃষক মেহেদী হাসানকে ৫০শতাংশ ভূর্তকীমূল্যে ১৪ লাখ টাকা মূল্যের একটি কম্বাইন্ড হার্ভেষ্টার মেশিন বিতরণ করা হয়।