রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / খেলা / বাগাতিপাড়ায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

বাগাতিপাড়ায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় মুজিব শতবর্ষ ও বিজয় দিবস উপলক্ষে প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকেলে আমরা ক’জন স্পটিং ক্লাবের আয়োজনে নাটোরে বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুজিব শতবর্ষ ও বিজয় দিবস উপলক্ষে প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট এর জাতীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্য ও জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা করে খেলার উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

উদ্বোধনী খেলায় অংশ নেয় পাবনা ঈশ্বরদী পিজিসিবি ফুটবল একাডেমি বনাম গুরুদাসপুরের নিলা ফুটবল একাডেমি। খেলায় ৮ টি দল অংশ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল , অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব, স্বাস্থ্য মন্ত্রনালয় ও কনসালটেন্ট হেল্থ সেক্টর, টিএমএসএস শ্রী মলয় কুমার রায় ,উপদেষ্টা আমরা ক’জন স্পোর্টস ক্লাবের মুক্তিযোদ্ধা শ্রী শ্যামল কুমার রায়, বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আঃ সালাম, আমরা ক’জন স্পটিং ক্লাবের সভাপতি তৌফিকুর রহমান প্রমুখ।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …