রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় প্রতিবন্ধী ও অনগ্রসর শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

বাগাতিপাড়ায় প্রতিবন্ধী ও অনগ্রসর শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগাতিপাড়া উপজেলা জিমনেসিয়াম হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল শিক্ষার্থীদের হাতে উপবৃত্তির চেক তুলে দেন। চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া উপজেলা সমাজসেবা অফিসার রেজাউল করিম, বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রতন কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুলইসলাম ঠান্ডু, মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমুখ।

জানা যায়, প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর ৬১ জন শিক্ষার্থীদের মাঝে ৩ লাখ ৮৩ হাজার ৪০০ টাকার শিক্ষা উপবৃত্তির চেক বিতরন করেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় বিএনপির কর্মী কর্মীসভা

সমাবেশে পরিণত নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারসন্ধ্যার আগে উপজেলার ফাগুয়াড়দিয়াড় …