রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / বাগাতিপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৪

বাগাতিপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৪


নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দোকান ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন গুরুত্বর আহত হয়েছে।

গত রবিবার (৩ মে) সন্ধা সাড়ে সাতটার দিকে স্বরাপপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার স্বরাপপুর গ্রামের মৃত ছইমুদ্দিন প্রামানিকের ছেলে আমিরুল ইসলাম(৫৫) ও শাহাজাহান (৫৭), আমিরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (২৮) এবং আসাদুলের স্ত্রী-রাশিদা বেগম (২৪)।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লোকমানপুর বাজারে দোকান ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে একই গ্রামের আমিরুল ইসলামের সাথে প্রতিপক্ষের মনোমালিন্য চলছিল। তারি জের ধরে গত রবিবার (৩ মে) সন্ধা সাড়ে সাতটার দিকে স্বরাপপুর গ্রামে শাহাজাহানের বাড়িতে হামলা করে প্রতিপক্ষ।

এতে আমিরুল ইসলাম, শাহাজাহান, আসাদুল ইসলাম, রাশিদা বেগম গুরত্বর আহত হয়। এছাড়া শাহাজানের বাড়িতে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায় তারা। স্থানীয়দের সহযোগীতায় আহতদের বাগাতিপাড়া হাসপাতালে নিলে শারিরিক অবস্থার অবনতি হওয়াই দায়িত্বরত চিকিৎসক আমিরুল ইসলাম, আসাদুল ইসলাম ও রাশিদা বেগম কে রাজশাহী মেডিকের কলেজ হাসপাতাল প্রেরন করে। এছাড়া আহত শাহাজাহান আলীকে বাগাতিপাড়া হাসপাতালে ভর্তি রাখেন।

এবিষয়ে পরদিন আহতের ছোট ভাই মাহাবুবুর রহমান বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় ১১ জনকে অভিযুক্ত করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

আরও দেখুন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

  নিজস্ব প্রতিবেদক: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে …