রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় পেয়ারা গাছ কাটায় কৃষকের ১৫ লক্ষ টাকার ক্ষতি

বাগাতিপাড়ায় পেয়ারা গাছ কাটায় কৃষকের ১৫ লক্ষ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
এক কৃষকের ১৪ বিঘা জমির মধ্যে ১০ বিঘা জমির পেয়ারা গাছ কেটেছে দুর্বৃত্তরা। গত ২০ জুলাই দিবাগত রাতে এসব গাছ কর্তন করে দুর্বৃত্তরা বলে জানিয়েছে ভুক্তভোগী। ২১ জুলাই বিকেলে জমিতে গিয়ে গাছগুলো শুকিয়ে যেতে দেখেন তিনি।

ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের বেগুনিয়া এলাকায় কৃষক আতিকুর রহমানের লিজ নেওয়া জমিতে।

ক্ষতিগ্রস্ত কৃষক জানান, আমি ৬ মাস আগে লিজ নেওয়া ১৪ বিঘা জমিতে প্রায় ১৮০০’শ পেয়ারা গাছের চারা লাগিয়েছিলাম। পেয়ারা গাছগুলোতে ফুল ধরবে, আশা ছিলো প্রথম বছর অনেক টাকা লাভ হবে। কিন্তু ঈদের দিন বিকেলে জমিতে গিয়ে দেখি বাগানের অধিকাংশ গাছ শুকিয়ে গেছে। আবার কিছু কিছুু গাছ কাটা পড়ে রয়েছে। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এতে আমার পরিবারের ঈদ মাটি হয়ে গেছে।

তিনি আরো জানান, ফল চাষ লাভজনক হওয়ায় আমার পরিবারের এর পরামর্শে আমি ফলের বাগান করার পরিকল্পনা নিয়েছিলাম। আমি ২৫ হাজার টাকা বিঘাপ্রতি হিসাবে ১৪ বিঘা জমি লিজ নিয়েছি এসব ফলের বাগার করার জন্য। জেলার বিভিন্ন উপজেলা আমার ফলের বাগান রয়েছে, কিন্তু এবার প্রথমবারের মতো বাগাতিপাড়ায় আমার এ বিরাট ক্ষতি হয়েছে।

এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম ও কৃষি অফিসের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কৃষকের বাগান পরিদর্শন করেছেন।

এ ব্যপারে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, শত্রুতা বসত এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এতে ঐ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে দোষীদের আইনের আওতায় আনা হবে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …