নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান)’র আয়োজনে ও মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোরের সহযোগীতায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পে ১৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাসেবা এবং ২ শতাধিক লোক স্বেচ্ছায় রক্তদান করেন। সকাল ৮টা থেকে উপজেলার বিভিন্ন এলাকার শতাধীক নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসা নিতে আসে। চিকিৎসাসেবা প্রদান করেন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সোহানুর রহমান, ডা. সুমাইয়া আফরিন তিথী এবং ডা. আল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ইউএনও (ভারঃ) সুরাইয়া মমতাজ ও উপজেলা প্রেসক্লাব’র আহ্বায়ক আরিফুল ইসলাম তপু।
আরও দেখুন
নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …