সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় পুলিশ ফাঁড়ির অদূরে তিন দোকানে চুরি

বাগাতিপাড়ায় পুলিশ ফাঁড়ির অদূরে তিন দোকানে চুরি

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় জামনগর পুলিশ ফাঁড়ির অদূরে আড়ানী-পুঠিয়া সড়কে ফুলতলা মোড় বাজারে তিন দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দোকান বন্ধ করে দোকানিরা বাড়ি চলে যান। সকালে এসে তারা চুরির বিষয়টি জানতে পারেন। তারা জানান, রাতের কোন অংশে চোর টিনের চালা কেটে দোকান ঘরে প্রবেশ করে সুজন আলীর কম্পিউটার মনিটর ও সিপিইউ, পাশের মাহাতাব আলীর মুদিখানার দোকান ঘর থেকে সিগারেটের নতুন প্যাকেট ও পানীয় এবং নগদ চার হাজার ১৫০ টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়াও রাস্তার উল্টো পাশের লটিন আলীর চায়ের দোকানের তালা ভেঙ্গে ৩২ ইঞ্চি এলইডি মনিটরের টিভি চুরি হয়। তবে ওই বাজারে কোন পাহারাদার নেই বলে জানা গেছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে বলে ক্ষতিগ্রস্ত সুজন আলী জানান।

এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) স্বপন কুমার চৌধূরী জানান, চুরির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি অনুসন্ধান চলছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …