নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ায় পুকুরের পানিতে ডুবে তানভীর ইসলাম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত তানভীর ইসলাম ওই ইউনিয়নের মহজমপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে খেলতে গিয়ে সবার অলক্ষ্যে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় তানভীর। দীর্ঘ সময় বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশে পুকুরে তানভীরের লাশ ভাসতে দেখতে পায়। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পরিবারের লোকজন। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আব্দুল্লাহ শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …