সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় নৌকা প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগ

বাগাতিপাড়ায় নৌকা প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জহুরুল ইসলামের পোস্টার ছেঁড়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার প্রার্থী নিজে বাদি হয়ে বাগাতিপাড়া মডেল থানায় এ সংক্রান্ত লিখিত অভিযোগ করেছেন।

প্রার্থী জহুরুল ইসলামের অভিযোগ, তিনি আওয়ামী লীগের দলীয় মনোনীত হয়ে নৌকা প্রতীক নিয়ে ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে অংশগ্রহন করেছেন। সেমোতাবেক প্রতীক বরাদ্দ পেয়ে তিনি নির্বাচনী এলাকায় পোস্টার টাঙিয়েছেন। শুক্রবার বিকাল ৫টায় তার নির্বাচনী এলাকার হাটদৌল নোয়াখালি পাড়ায় টাঙানো ওই পোস্টার সাতসৈল গ্রামের আব্দুস সালামের ছেলে সিহাব হোসেন অপরিচিত দুইজনকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে গিয়ে ছিঁড়ে ফেলে।

এরপর একই দিনে রাত ৭ টার দিকে সাইলকোনা বাজারে জহুরুলের নির্বাচনী ক্যাম্প ভাংচুরের চেষ্টাসহ প্রার্থী জহুরুলকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় শনিবার জহুরুল ইসলাম বাদি হয়ে চারজনের নাম উল্লেখসহ ১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …