সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় নৈশ প্রহরীদের বেঁধে ডাকাতির ঘটনায় ৫ ডাকাত আটক

বাগাতিপাড়ায় নৈশ প্রহরীদের বেঁধে ডাকাতির ঘটনায় ৫ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় দোকানে ডাকাতির অভিযোগে আন্তজেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেফতার ও ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

পুলিশ সুপার আরো জানান, চলতি বছরের ২১ জানুয়ারি রাত পৌনে দুইটার দিকে বাগাতিপাড়া তমালতলা বাজারে নৈশ প্রহরীদের বেঁধে ডাকাতির ঘটনায় ওই দিনই সকালে অজ্ঞাত নামা ১০/১৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তারপর থেকেই পুলিশের চারটি টিম গঠন করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এরই অংশ হিসেবে গতকাল রবিবার বিভিন্ন জেলা থেকে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক

গ্রেফতারকৃতরা হলেন বগুড়া জেলার দুপচাঁচিয়া থানা ছোট বেড়াগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুর রহমান, নওগাঁ জেলার নওগাঁ সদরের ভবানীপুর গ্রামের মৃত মণ্ডলের ছেলে শাজাহান মন্ডল, একই জেলায় এবং থানার গ্রামের মৃত তমিজ মোল্লার ছেলে মোহাম্মদ নাসের, রাজশাহী জেলার বাঘা থানার ধন্দহ গ্ৰামের গুলজার হোসেনের ছেলে সেলিম এবং রাজশাহী জেলার বাগমারা থানার ফূলপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে শাহিন আলম।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করে পুলিশ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …