নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় নারী নির্যাতনের প্রতিবাদে উদ্যমে উত্তরণে শতকোটি কর্মসূচির ” জেগে ওঠো দ্রোহে, এক হও বিপ্লবে “¯েøাগানকে সামনে রেখে বাগাতিপাড়া নিজেরা করি ও ভূমিহীন সমিতির আয়োজনে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে এ উপলক্ষে উপজেলার চত্ত¡র থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমের সামনে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভায় ভুমিহীন সমিতির আঞ্চলিক কমিটির আহবায়ক মিরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, নিজেরা করির রাজশাহী বিভাগীয় সংগঠক গৌতম কুমার দে সরকার, বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিন, নিজেরা করির অঞ্চল সমন্বয়ক তপন কুমার সরকার, ভূমিহীন সমিতির নেত্রী আদরি রানী সরকার প্রমূখ। আলোচনা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়িত হয়।