নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
করোনা দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসার নন এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রণোদনার চেক প্রদান করা হয়েছে।
উপজেলার ২৩৯ জন শিক্ষক-কর্মচারীদের ১০ লাখ ১৫ হাজার টাকার প্রণোদনার চেক দেওয়া হয়। তাদের মধ্যে ১৬৭ জন শিক্ষকের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৮ লক্ষ ৩৫ হাজার এবং ৭২ জন কর্মচারী ২ হাজার ৫০০ টাকা করে এক লক্ষ ৮০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এ ছাড়াও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অসহায় ও দুস্থ নারীদের অনুকূলে বরাদ্দ এবং স্থানীয় সাংসদের ঐচ্ছিক তহবিল থেকে সহায়তার অর্থের চেক বিতরণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
উপজেলা শিল্পকলা একাডেমীতে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, প্রভাষক আতাউর রহমান।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষকদের নিয়মিত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতিও গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, আগামী প্রজন্মকে মেধাবী প্রজন্ম হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়ে সকল শিক্ষকদের কাজ করতে হবে।