নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় র্দুর্গা পূজা উদযাপনে প্রস্তুতি সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বড়াল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন, এসআই তারিকুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুকুমার মুখার্জী, সাধারন সম্পাদক পুলক কুমার রায়, প্রেসক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রমুখ। সভায় উপজেলার মোট ২৪ টি মন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারন সম্পাদক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সূধীজন অংশ নেন।
আরও দেখুন
নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …