নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে এবং প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এডিডিপি) এর সহযোগিতায় অনুষ্ঠিত প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
চেয়ারম্যান গকুল বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে আজ মাংস,দুধ, ডিম এর ঘাটতি নেই। তিনি আরো বলেন, এই করোনা মহামারিতে অনেক খামারীরা অস্বচ্ছল হয়ে পরেছে। এই অস্বচ্ছল থেকে কাটিয়ে তুলতে সরকার এদেরকে প্রণোদনার আওতায় এনে প্রণোদনা দিচ্ছে।
অনুষ্ঠানে সহকারী কমিশনার(ভূমি) নিশাত আনজুম অনন্যা’র সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ অধীদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ হুমায়ুন সজিব’র পরিচালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় ও আ’লীগ নেতা নুরুল ইসলাম ঠান্ডু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মমরেজ আলী, প্রেসক্লাবের সভাপতি মাহাতব উদ্দিন প্রমুখ।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …