নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া নিশা খাতুন (২০) নামের এক কলেজ ছাত্রী তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। বাজার করতে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেনি নিশা। পরিবারের দাবি, কারও সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলনা তাদের মেয়ের। এ ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় বাগাতিপাড়া মডেল থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছে ওই ছাত্রীর বাবা। নিশা খাতুন উপজেলার কাঁকফো নতুন পাড়া গ্রামের আব্দুল আলীমের মেয়ে।
ছাত্রীর বাবা আব্দুল আলীম ও জিডি সূত্রে জানা গেছে, নিশা খাতুন তমালতলা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। গত সোমবার নিজ বাড়ি থেকে সকাল ১১ টার দিকে তমালতলা বাজারে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বিকাল গড়ালেও বাড়িতে না ফেরায় তার বাবা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেছেন। সন্ধান না পেয়ে পরদিন মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরী করেন। মেয়ের বাবা আব্দুল আলীমের দাবি, তার মেয়ের কোন প্রেমের সম্পর্ক ছিলনা।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, নিখোঁজ ছাত্রীকে সন্ধানে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …