শুক্রবার , এপ্রিল ১৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী ইউপি প্রশাসন অবহিতকরন কোর্স সমাপ্ত

বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী ইউপি প্রশাসন অবহিতকরন কোর্স সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় তিনদিন ব্যাপী ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স শেষ হয়েছে। সোমবার বিকালে বড়াল সভা কক্ষে প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী। জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) এর আয়োজনে তিন ব্যাপী চলমান এ কোর্সে উপজেলার ৫টি ইউনিয়নের সকল ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ অংশ নেন।

কোর্সে গ্রাম আদালত, পয়ঃপদ্ধতি, হিসাব-নিরীক্ষা, কর্মপরিকল্পনা, দূর্যোগ ব্যবস্থাপনাসহ ইউনিয়ন পরিষদ প্রশাসনের যাবতীয় বিষয় অবহিত করা হয়। এর আগে গত শনিবার জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের কর্মসূচী ও মূল্যায়ন বিভাগের যুগ্ম-পরিচালক প্রবীর কুমার চক্রবর্তী এ কোর্সের উদ্বোধন করেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, বাগাতিপাড়ার ইউএনও প্রিয়াংকা দেবী পাল, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা।

আরও দেখুন

হিলিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:“প্রাণিসম্পদে ভরবো দেশ’ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে দিনব্যাপি প্রাণিসম্পদ …