নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ায় চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে উপজেলা জিমনেসিয়ামে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ৮৮ জন গোল্ডেন এ প্লাস এবং ২১২ জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনাদেওয়া হয়।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি থেকে এসব শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও বৃত্তির অর্থ প্রদান করেন। একই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ওপর চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, থানার ইন্সপেক্টর (তদন্ত) স্বপন কুমার চৌধূরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ শহিদুল ইসলাম বকুল বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এখনকার মেধাবী শিক্ষার্থীদের আগামীতে দায়িত্ব নিতে হবে। শিক্ষার মান বৃদ্ধি করতে শিক্ষার্থীদের পাশাপাশি ভাল শিক্ষকদেরও আগামীতে সংবর্ধনা দেওয়া হবে।
আরও দেখুন
কবি নজরুলের কাজগুলি ভারত ও বাংলাদেশের একটি যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য- মি. প্রণয় ভার্মা
নিউজ ডেস্ক ………‘কবি নজরুলের কাজগুলি ভারত ও বাংলাদেশের একটি যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য’-ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত …