নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় মা ও ছেলে আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলা তকিনগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মা মমতাজ বেগম (৫০) এবং ছেলে গোলাম মোর্শেদ (৩২)।
আহত মমতাজ বেগমের স্বামী ছইমুদ্দিন জানান, পৈতৃক ৫ কাঠা জমি নিয়ে তার ভাই মজিবুর রহমানের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার সকাল ১০ টার দিকে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তার ভাই ও ভাইয়ের পরিবারের লোকজন তাকে মারতে উদ্যত হলে তার ছেলে গোলাম মোর্শেদ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তার ছেলেকে মারধোর শুরু করে।
এসময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে দেবরের লাঠির আঘাতে মমতাজ বেগম মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। এবিষয়ে মজিবুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এব্যাপারে ওসি নাজমুল হক বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …