সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

বাগাতিপাড়ায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় বংশ পরম্পরায় এক থেকে দেড়শ বছরের ভোগ দখলীয় জমি ভুয়া ওয়ারিশ সেজে দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাঁকা ইউনিয়নের নাজিরপুর এলাকার ইলিয়াস আলী সোমবার উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, তার বংশভূত নিজস্ব পৈত্রিক সম্পত্তি একশ থেকে দেড়শ বছর ধরে নিজেদের ভোগ দখলে রয়েছে। ওই জমি একই এলাকার মৃত আজহারের ছেলে সাবু গং একটি কুচক্রি মহলের প্ররোচনায় বেওয়ারিশ সত্বেও মিথ্যা নাটক তৈরি করে ওয়ারিশ সাজিয়ে তাদের সম্পত্তি দখলের চেষ্টা করছেন। তিনি দাবি করেন, যে সম্পত্তি দখলের চেষ্টা করা হচ্ছে তা একেবারেই নির্ভেজাল। সকল প্রকার বৈধ কাগজপত্র থাকার পরও ওই চক্রটি তাদের নামে মামলা দিয়ে হয়রানি করছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, ওয়ারিশ দাবিকৃত ব্যক্তিগনের বাব-দাদারা ১৯৫৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত চলা ফারাজ মামলা করেও কোন অংশীদারিত্ব পাননি। এরপর সাবু গং আবারও জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। এসবের মূল হোতা হিসেবে স্থানীয় দুলাল হোসেনকে মুল হোতা উল্লেখ করেন ইলিয়াস আলী। সম্প্রতি একটি অনলাইন টিভি চ্যানেলেও তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে ওই চক্রটি সংবাদ পরিবেশন করিয়েছে এবং মানক্ষুন্ন করার চেষ্টায় লিপ্ত আছে বলে তিনি অভিযোগ করেন। তিনি কুচক্রী মহলের মুল হোতাসহ জবরদখলের চেষ্টাকারীদের বিচার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে দুলাল হোসেন জানান, সিএস রেকর্ড অনুযায়ী পঞ্চম বংশধর হিসেবে সাবু গং ওই জমির ওয়ারিশ। ওই জমি দীর্ঘদিন থেকে ইলিয়াস আলী ও তাদের পূর্ব পুরুষরা জবর দখল করে ভোগ করছে। এসব নিয়ে সাবু গং আদালতে একটি বাটোয়ারা মামলাও করেছেন। মামলাটি চলমান রয়েছে। তিনি আরও বলেন, তিনি ওই জমির ওয়ারিশ নন। তবে তিনি জমি নিয়ে বিবাদ নিরসনের শালিশে থাকায় তার বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করা হচ্ছে বলে তিনি জানান।

এ বিষয়ে বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, দেওয়ানী বিষয় নিয়ে পুলিশের কিছু করার নেই। তবে এই সম্পত্তিকে কেন্দ্র করে থানায় ইলিয়াস আলী ফৌজদারি মামলা করেছেন। তিনি সে বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহন করেছেন। অন্যদিকে সাবুদের পক্ষ থেকেও আদালতে ওই জমিতে ১৪৪ ধারা জারির আবেদন করা হয়েছে বলে তিনি জেনেছেন। বিজ্ঞ আদালত নির্দেশনা দিলে পুলিশ তা প্রতিপালন করবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …