রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / বাগাতিপাড়ায় জমির মামলায় ইউপি মেম্বরসহ তিন জন গ্রেপ্তার

বাগাতিপাড়ায় জমির মামলায় ইউপি মেম্বরসহ তিন জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় এক নারীর দায়ের করা জমি সংক্রান্ত মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী ইউপি মেম্বরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার ভোর রাতে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর হাফিজুর রহমান এবং তার দুই চাচা খোরশেদ আলী এবং মোখলেছুর রহমান। তাদের সবার বাড়ি ওই ইউনিয়নের বজরাপুর গ্রামে।

পুলিশ জানায়, উপজেলার মুন্সিপাড়া গ্রামের রাহাতন বেগম নামের এক নারী গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তার পৈতৃক জমি জবর দখল করে ভোগ করার অভিযোগ এনে মামলা দায়ের করেন। ওই মামলায় ইউপি মেম্বর হাফিজুর রহমানসহ তার দুই চাচা ওয়ারেন্টভুক্ত ছিলেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি নাজমুল হক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

লালপুরে  শিক্ষা বিষয়ক সেমিনার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার  (৫ অক্টোবর ) নাটোরের লালপুর উপজেলার কলস নগর উচ্চ বিদ্যালয়ে  সকাল …