নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২০-২১ এর আওতায় খরিফ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৩০০ চাষীর মধ্যে বিনামূল্যে রোপা আমন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল এসকল উপকরণ বিতরণ করেন। এসময় ২০০ জন চাষির মাঝে উফসি জাতের ও ১০০ জনের মাঝে হাইব্রিড জাতের ধান বীজ এবং সকলকে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …