নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করে খোলা রাখার দায়ে নাটোরের বাগাতিপাড়ায় ১১ টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও প্রিয়াংকা দেবী পালের আদালত এ দন্ডাদেশ দেন।
ইউএনও কার্যালয় সুত্রে জানা যায়, ওই দিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চলান ইউএনও। এসময় মালঞ্চি, দয়রামপুর বাজারসহ কয়েকটি বাজারের ১১ টি ব্যবসা প্রতিষ্ঠন খোলা রাখা দেখতে পেয়ে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং ভ্রাম্যমাণ আদালত ওই ১১ টি ব্যবসা প্রতিষ্ঠানকে সরকারি নির্দেশ অমান্য করায় মোট ২১ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন। একই সাথে উপজেলাকে করোনা মুক্ত রাখার জন্য সকলকে ঘরে থাকতে ও স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ জানান।
ইউএনও প্রিয়াংকা দেবী পাল বলেন, এমন অভিযান অব্যহত থাকবে।
আরও দেখুন
সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …