নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় অগ্নিকান্ডে পুড়ে মারা গেছে কৃষকের একটি ষাঁড় এবং ঝলসে গিয়েছে একটি গাভী ও একটি ছাগল। আর পুড়ে ছাই হয়ে গেছে একটি ঘর। সোমবার রাত ১১ টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্থ কৃষক ওই গ্রামের আব্দুর রহমান মন্ডলের ছেলে ইমদাদুল হক।
স্থানীয়রা জানান, রাতে গরুর ঘরের মশা তাড়ানোর জন্যে রাখা কয়েলের আগুন থেকে এ আগুনের সূত্রপাত হয়ে গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। অনেক চেষ্টার ফলে ঝলসে যাওয়া গাভী ও ছাগলকে বাঁচানো গেলেও গোয়াল ঘরে বাঁধা ষাঁড়টি পুড়ে মারা যায়। একই সাথে গোয়াল ঘরটি পুড়ে ভষ্মিভূত হয়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে কৃষকের পরিবার।
আরও দেখুন
সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি
নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …