বৃহস্পতিবার , জুন ২৭ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বাগাতিপাড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া: নাটোরের বাগাতিপাড়ায় সেনাবাহিনীর কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরহী অবসর প্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট আসলামুল হক মারা গেছে। বুধবার সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের একডালা এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত আসলামুল হক উপজেলার গালিমপুর গ্রামের নূর মোহাম্মাদ সরকারের ছেলে।
এলাকাবাসী জানায়, বুধবার সকালে ঈশ্বরদী ক্যান্টনমেন্টের দুধ বহনকারী কাভার্ড ভ্যান রাজশাহীর উদ্দেশ্য যাওয়ার পথে একডালা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল আরোহী আসলামুল হক গুরুত্বর জখম হয়।স্থানীয়রা আহতকে উদ্ধার করে দ্রুত বাগাতিপাড়ােউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে দায়িত্বরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় ৪১ বছর পর হাসপাতালে প্রথম সাপে কাটা রোগীর চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক: বাগাতিপাড়া (নাটোর) নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪১ বছর পর অ্যান্টিভেনম প্রয়োগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *