রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / বাগাতিপাড়ায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

বাগাতিপাড়ায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ইনসার আলী (৫১) নামের একজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ইনসার আলী উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, তিনি কয়েক দিন থেকে জ্বর, স্বর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভূগছিলেন। রোববার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যান তারা। দায়িত্বরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেয়ার পরামর্শ দেন। পরে রাজশাহী নেওয়ার প্রস্তুতি কালে মারা যান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুজ্জামান বলেন, জ্বর, স্বর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সকালে ইনসার আলী নামের এক রোগী হাসপাতালে এসেছিলেন। অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে সেন্ট্রাল অক্সিজেন না থাকায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেয়ার পরামর্শ দেওয়া হলে রোগীর স্বজনরা সেখানে নেওয়ার প্রস্তুতি কালে তিনি মৃত্যু বরণ করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …