শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / বাগাতিপাড়ায় করোনা আক্রান্ত হয়ে শিক্ষকের মৃত্যু

বাগাতিপাড়ায় করোনা আক্রান্ত হয়ে শিক্ষকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় করোনা আক্রান্ত হয়ে কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আঃ মজিদ (৭৯) মৃত্যু বরণ করেছেন। রোববার সকাল ৮ টা ৪৫ মিনিটে রাজশাহীর সিডিএম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আব্দুল মজিদ উপজেলার জামনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা।

পরিবার ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২৬ জুন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে রেজাল্ট করোনা পজেটিভ আসে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড খালি না থাকায় রাজশাহীর সিডিএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তার মৃত্যু হয়। মৃত্যু কালে তিনি দুই ছেলে ও স্ত্রী রেখে গেছেন।

তার এই মৃত্যুতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদ ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম শিক্ষকদের পক্ষথেকে শোক জানিয়েছেন।

আরও দেখুন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

  নিজস্ব প্রতিবেদক: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে …