মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপনে রক্তদান কর্মসূচী

বাগাতিপাড়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপনে রক্তদান কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’ শ্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে বাগাতিপাড়া মডেল থানার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা চত্তর¡ থেকে র‌্যালিটি গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। পরে এক আলোচনা সভায় বক্তব্য দেন আকষ্মিক উপস্থিত হওয়া জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের কর্মসূচী ও মূল্যায়ন বিভাগের যুগ্ম পরিচালক প্রবীর কুমার চক্রবর্তী, ইউএনও প্রিয়াংকা দেবী পাল, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, থানার ওসি আব্দুল মতিন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ইউনূস আলী প্রমুখ। এছাড়াও দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়। সেখানে নাটোর সিভিল সার্জন আজিজুল আলম, ইউএইচএফপিও ডা. আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিকালে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

নাটোরে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক …………… নাটোরে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক মিজ আসমা শাহীন। জেলা প্রশাসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *