নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা চত্ত্বরে এলাকায় সন্ত্রাস বিরোধী দিবসে “সন্ত্রাস নির্মূল কর, বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধকর” এই দাবিতে তারা এই বিক্ষোভ ও মানববন্ধন করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উপজেলা শাখার সভাপতি আজিজুর রহমান।
এসময় বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অন্যতম সদস্য কমরেড মশিউর রহমান মানিক, জাতীয় কৃষক সমিতির উপজেলা শাখার সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, বাংলাদেশ যুব মৈত্রীর উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক আয়নাল হক এবং বাংলাদেশ ছাত্রমৈত্রীর নাটোর জেলার সাবেক সভাপতি তোসাদ্দেক সরকার তিতাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সরকারের লাগামহীন দ‚র্নীতি, তেল, গ্যাস ও বিদ্যুৎ এর দাম বৃদ্ধির প্রতিবাদ জানায় এবং বিদেশে অর্থ প্রচারকারীদের তালিকা প্রকাশ করতে সরকারের নিকট দাবি জানান।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …