মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত

বাগাতিপাড়ায় ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত



নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া: করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে সারাদেশের মতো নাটোরের বাগাতিপাড়ায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। তবে এবার মসজিদে নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে মুসল্লিদের উপস্থিতি বেশি ছিলনা। তবে দুয়েকটি মসজিদে মুসল্লিদের সমাগমের খবর পাওয়া গেছে। তাছাড়া এ রাতে বাড়িতেই নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, কালেমা পাঠ, মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনাসহ বিভিন্ন ইবাদত বন্দেগির মধ্য দিয়ে অতিবাহিত করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
তবে এবারে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে এ রাতে বিশেষ দোয়া করা হয়। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখে দিবাগত রাতটিকে মুসলমানগণ সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। অনেকের মতে, মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। মুসলমানগণ এ রাত মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করে থাকেন।

আরও দেখুন

সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *