সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় ইউএনও’র নিকট কৃষি বিভাগের খাদ্য ও অর্থ সহায়তা হস্তান্তর

বাগাতিপাড়ায় ইউএনও’র নিকট কৃষি বিভাগের খাদ্য ও অর্থ সহায়তা হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
খেটে খাওয়া দিনমজুর তাদের নিকট করোনার চেয়ে প্রতিদিন সামান্য রোজগারে পরিবারকে নিয়ে বেঁচে থাকার জীবনযুদ্ধই একমাত্র পথ। আজ তারা করোনায় কর্মহীন হয়ে পড়েছে। আর এ সকল কর্মহীন অসহায় ও দুস্থদের মাঝে কৃষি খাদ্যশস্য বিতরণ করার উদ্যোগ নিয়েছে বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিস। এলক্ষে উপজেলার পৌর ও সব ইউনিয়নের প্রত্যন্ত এলাকা থেকে সরাসরি সাবলম্বি কৃষকদের উৎপাদিত খাদ্যশস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আর্থিক অনুদান সংগ্রহ করে স্থানীয় কৃষি বিভাগ। বৃহস্পতিবার সকালে ইউএনও প্রিয়াংকা দেবী পাল এর নিকট কৃষি কর্মকর্তা মোমরেজ আলী এসকল অনুদান সামগ্রী হস্তান্তর করেছেন। এসব সামগ্রীর মধ্যে ছিল ৭’শ ২৫ কেজি গম, ১’শ ৩০ কেজি আলু, ২’শ ২৭ কেজি চাল, ১’শ ৭৪ কেজি পেঁয়াজ, ৬০ কেজি রসুন, এবং নগদ ৬ হাজার ৩শত ৭৫ টাকা। এসময় কৃষি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …