আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় ২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে
আহত ও শহীরে স্মরণে তারে পরিবারের সস্যরে উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবারুপুরে উপজেলা
মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-
মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত
ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া
মমতাজ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক,
বিআরডিবি কর্মকর্তা প্রশান্তসহ ছাত্র প্রতিনিধি
মোনায়েম,ইয়াহিয়া,আশিকুর, সাফাত প্রমূখ। পরিশেষে আ›োলনে আহত উপজেলার হাটগোবি›পুর এলাকার বাসি›া আব্দুল্লাহ আল বাকী মিঠুর হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকার চেক প্রান করা হয়।