শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / বাগাতিপাড়ায় আধুনিক ধান উৎপাদন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ

বাগাতিপাড়ায় আধুনিক ধান উৎপাদন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ

মঞ্জুরুল আলম মাসুম, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় আধুনিক ধান উৎপাদন বিষয়ে দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার ঠেঙ্গামারা গ্রামে বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউটের সহযোগিতায় এবং স্থানীয় কৃষি বিভাগের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউটের রাজশাহী আঞ্চলিক অফিসের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.ফজলুল ইসলাম প্রধান অতিথি থেকে আধুনিক ধান উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি ব্রি ধান-৮১ এবং ব্রি ধান-৮৭সহ বিভিন্ন নতুন জাতের ধান উৎপাদন এবং এর কলাকৌশল সম্পর্কে আলোকপাত করেন।

কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশীদ এবং বৈজ্ঞানিক কর্মকর্তা ফাহমিদা আক্তার। এ প্রশিক্ষণ কর্মশালায় বাগাতিপাড়া উপজেলার ৩৩ জন কৃষক অংশ নেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …