সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় আজিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে উপহারসামগ্রী বিতরণ

বাগাতিপাড়ায় আজিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে উপহারসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় ফাগুয়াড়দিয়ার ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে ব্যাক্তি উদ্যোগে আজিজুর রহমান ফাউন্ডেশনের কর্নধর মোশারফের ব্যাক্তিগত অর্থায়নে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ।

আজ সোমবার (১৭মে) বেলা ১২টার দিকে ফাগুয়াড়দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩৫০টি অসহায় পরিবারের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।

মোশাররফ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক জেলা ছাত্রদল সভাপতি দেওয়ান শাহিন সহ জেলা এবং উপজেলার বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতারা।

এসময় মোশারফ বলেন, দলীয় নির্দেশনায় এবং কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর তত্বাবধানে এই ইউনিয়নের দরিদ্র মানুষের জন্য তিনি নিজ অর্থায়নে সামান্য ঈদ উপহার সামগ্রী দিয়েছেন এবং তার এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …