নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেলো কৃষকের ঘর।আর গরু বাঁচাতে গিয়ে ঝলসে গেলেন কৃষক। শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার খন্দকার মালঞ্চি গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ আহত কৃষকের নাম রমজান আলী। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
স্থানীয়রা জানান, চুলার আগুন থেকে সূত্রপাত হয়ে রান্না ঘরে আগুন লাগে। পরে তা দ্রুত পাশের গোয়াল ও খড়ির ঘরে ছড়িয়ে পড়ে। এতে ওই তিনটি ঘর পুড়ে ভষ্মিভূত হয়। এছাড়াও গোয়াল ঘরে থাকা একটি গর্ভবতী গরুসহ দুইটি গরুও পুড়ে মারা যায় এবং অপর একটি গরু আগুনে ঝলসে যায়। সেসময় গরুর মালিক কৃষক রমজান আলী ঘরে থাকা গরু বাঁচাতে গিয়ে শরীর ঝলসে আহত হন। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দয়ারামপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। আহত রমজান আলী স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আরও দেখুন
বাগাতিপাড়ায় বিএনপির কর্মী কর্মীসভা
সমাবেশে পরিণত নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারসন্ধ্যার আগে উপজেলার ফাগুয়াড়দিয়াড় …