রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় অসহায়দের মাঝে কম্বল বিতরণ

বাগাতিপাড়ায় অসহায়দের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় অসহায় ও দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের পারকুঠী ও চকগোয়াশ গ্রামে এসব কম্বল বিতরণ করা হয়। সামর্থ্যবানদের থেকে সংগ্রহ করে এবার ১৫০টি কম্বল বিতরণ করেন সেচ্ছাসেবক ও মানবাধিকার কর্মী তোসাদ্দেক সরকার তিতাস।

শোনা যায়, অসহায় মানুষদের পাশে সব সময় থাকতে দেখা যায় তিতাসকে। নিজের সামর্থ্য না থাকা সত্বেও পরিচিতজনদের থেকে বিভিন্ন সময় নানা সামগ্রী সংগ্রহ করে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে সমান ভাগে নিজের হাতে ভাগ করে দেন তিনি।

তোসাদ্দেক সরকার তিতাস জানান, মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখে আনন্দ ও প্রশান্তি খুজে পায়। তাই আমার নিজের সামর্থ্য না থাকা সত্বেও এক দুইজন উদার ও মানবতাপ্রেমী মানুষের কাছ থেকে বিভিন্ন সময় কম্বল, শাড়ী, লুঙ্গী, লাচ্চা, চিনি ও কোরবানীর মাংসও সংগ্রহ করে দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেন। যারা এ কাজে তাকে সহযোগিতা করেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

আরও দেখুন

নাটোরে আইনজীবীর উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর জেলা আইনজীবী সমিতির আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়ার …