রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় অবরোধ বিরোধী বিক্ষোভ করলো সাবেক সেনা কর্মকর্তা

বাগাতিপাড়ায় অবরোধ বিরোধী বিক্ষোভ করলো সাবেক সেনা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
বিএনপি-জামায়াতের ডাকা সমাবেশ-হরতাল-অবরোধের নামে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির অভিযোগ এনে এর প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় অবরোধবিরোধী বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ। বুধবার সন্ধ্যার আগে উপজেলার তমালতলা বাজারে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং নাটোর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক সেনা কর্মকর্তা লেফটেনেন্ট কর্ণেল (অবসরপ্রাপ্ত) রমজান আলী সরকার ওই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে দুপুরের দিকে লালপুর-বাগাতিপাড়া দুই উপজেলায় এই সাবেক সেনা কর্মকর্তার নেতৃত্বে মোটর শোভাযাত্রা বের করা হয়। এসময় বিক্ষোভ মিছিলে বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নবাব আলী, যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান দোলন, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …