মঙ্গলবার , এপ্রিল ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পানির অভাবে রোগীদের দুর্ভোগ চরমে

বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পানির অভাবে রোগীদের দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
পানির অভাবে রোগীদের দুর্ভোগ চরম আকার ধারন করেছে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে। এমন অভিযোগ পাওয়া গেছে সেখানকার রোগীদের আত্মীয় স্বজনদের কাছ থেকে। তবুও যেন টনক নড়ছেনা কর্তৃপক্ষের।

জানা গেছে, নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সাপ্লাই না থাকায় রোগীদের দুর্ভোগ চরমে পৌছেছে। আজ মঙ্গলবার সকালে হাসপাতালের বৈদ্যুতিক সমস্যার সৃষ্টি হলে পানি সাপ্লাই বন্ধ হয়ে যায়। এর পর থেকে রোগীদের দুর্ভোগ শুরু হয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানার পরেও কেন দ্রুত ব্যাবস্থা গ্রহন করা হচ্ছেনা এ নিয়ে দেখা গেছে চাপা ক্ষোভ।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আমিনুল ইসলাম মুঠোফোনে নারদ বার্তাকে জানান, তারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষের এমন উদাসীনতায় রোগীদের দুর্ভোগের সৃষ্টি হচ্ছে বলে জানান একাধিক রোগীর অভিভাবক।

আরও দেখুন

নাটোরে প্রতিপক্ষের চাপাতির আঘাতে নিহত এক আহত দুই

নিজস্ব প্রতিবেদক: নাটোরে প্রতিপক্ষের চাপাতির আঘাতে শিহাব হোসেন শিশির (৩০) নামের একজন নিহত হয়েছে। এ …