নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়া সান্যালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা এগারোটা দিকে উপজেলার সান্যালপাড়া নিজ গ্রামে এই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এই সময় তার সাথে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুলসহ শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য সংসদ সদস্যের অনুকুলে জেলা পরিষদের বরাদ্দ থেকে ৩ লাখ টাকা ব্যয়ে এই শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকার কথা থাকলেও এতদিন পর্যন্ত এই বিদ্যারয়ে শহীদ মিনার ছিলনা। এই নির্মাণ কাজ শেষ হলে শিক্ষক শিক্ষার্থীদের অনেকদিনের আকাঙ্খা পূরণ হবে বলে জানিয়েছে স্থানীয়রা।
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া সান্যালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোধন
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …