রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া মহিলা কলেজ সংলগ্ন এলাকায় ভাজা বিক্রেতার মরদেহ উদ্ধার

বাগাতিপাড়া মহিলা কলেজ সংলগ্ন এলাকায় ভাজা বিক্রেতার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বাগাতিপাড়া মহিলা কলেজ এলাকায় তপন (৪০) নামের এক ভাজা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। শুক্রবার দুপুর ২ টার দিকে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে এ লাশ উদ্ধার করা হয়। 

তপন লালপুর উপজেলার চংধুপইল গ্রামের মৃত ক্ষীতেশ চন্দ্র চৌধুরী ছেলে  এবং তিনি মালঞ্চি রেলগেট এলাকায় ভাজা বিক্রি করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে বাগাতিপাড়া মডেল থানায় তার পরিবার একটি মিসিং ডায়েরি করেন। পরে দুপুরে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে পুলিশ তদন্ত সাপেক্ষে আইনান ব্যবস্থা গ্রহণ করবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …