শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া বিএম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শরিফ উদ্দিন’র ইন্তেকাল

বাগাতিপাড়া বিএম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শরিফ উদ্দিন’র ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়া বিএম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শরিফ উদ্দিন ইন্তেকাল করেছেন। সোমবার (১৯ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তার প্রথম জানাজা আজ মঙ্গলবার (২০ জুলাই) সকাল ১০ টায় তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বাগাতিপাড়া বিএম কলেজ প্রাঙ্গণে এবং সকাল ১১ টায় উপজেলার পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী সহ সামাজিক-রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …