রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া পৌর বিএনপির আহ্বায়ক হলেন শামীম

বাগাতিপাড়া পৌর বিএনপির আহ্বায়ক হলেন শামীম

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া:

নাটোরের বাগাতিপাড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন শামীম সরকার।নাটোর জেলা বিএনপির প্যাডে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত এক চিঠিতে তারা এ আদেশ দেন।

চিঠি থেকে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগাতিপাড়া পৌর শাখার  আহ্বায়ক আমিরুল ইসলাম জামাল গত বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনের পরে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। 

তারপর থেকে বাগাতিপাড়া পৌর বিএনপির সাংগঠনিক কর্মকান্ড ও আন্দোলন সংগ্রাম ব্যাহত হচ্ছে। তাই দলকে সু সংগঠিত ও আন্দোলন সংগ্রাম বেগবান করার লক্ষ্যে আহ্বায়ক কমিটির ১ নং যুগ্ম আহ্বায়ক শামীম সরকারকে দায়িত্ব প্রদান করা হয়। দাযিত্ব প্রদান করায় শামীম সরকার দলের  ভারপ্রাপ্ত  চেয়ারপার্সন তারেক রহমান এবং জেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শামীম সরকার  ইতোপূর্বে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ  বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …