রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া পৌর আ’লীগের ত্রি- বার্ষিকী সন্মেলন অনুষ্ঠিত

বাগাতিপাড়া পৌর আ’লীগের ত্রি- বার্ষিকী সন্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, লালপুর:
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে নাটোরের বাগাতিপাড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল উপজেলার পোড়াবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সন্মেলন অনুষ্ঠিত হয়। জয় বাংলা ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে স্লোগানে ঢাক- ঢল বাজিয়ে নেতা-কর্মীরা সন্মেলন স্থলে এসে উপস্থিত হন। পরে নেতা-কর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করেন নাটোর-১ লালপুর- বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি।  

বাগাতিপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক  রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ লালপুর- বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনুস আলী, বাগাতিপাড়া উপজেলা পরিষদ এর চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু, নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, দয়ারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশাদ আলী মোল্লা প্রমুখ।

মাগরিব ও এশার নামাজের বিরতির পরে সভাপতি করা হয় নরুল ইসলাম ঠান্ডু কে ও  ময়মুর সুলতান কে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বাগাতিপাড়া পৌর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …