রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাগাতিপাড়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর বাজার এলাকায় দুইটি প্রতিষ্ঠানকে ষোল হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ ১৩ সেপ্টেম্বর এগারোটার দিকে উপজেলার দয়ারামপুর বাজার এলাকায় সবুজ কেক হাউজকে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ৫১ ধারা মোতাবেক ছয় হাজর টাকা ও একই এলাকায় নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ করে খাদ্য তৈরীর অপরাধে ৪২ ধারা মোতাবেক দশ হাজার টাকা জরিমানা করেন।

এসময় সহকারী পরিচালক শামসুল আলম জানান, প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে জেলার প্রত্যেকটি এলাকায় অভিযান চালাচ্ছেন। তারই অংশ হিসাবে আজ ১৩ সেপ্টেম্বর সোমবার দয়ারামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক শামসুল আলম। অভিযানে সহায়তা করেন বাগাতিপাড়া মডেল থানার পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …