রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া দলিল লেখক সমিতির সভাপতি রুহুল ও সম্পাদক আনিস

বাগাতিপাড়া দলিল লেখক সমিতির সভাপতি রুহুল ও সম্পাদক আনিস

নিজস্ব প্রতিবেদক ,বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) সকালে দলিল লেখক সমিতির কার্যালয়ে সর্বসম্মতিক্রমে রুহুল আমিন সরকার সভাপতি এবং আনিসুর রহমান আনিসকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট ৫ বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়।

সমিতির অন্যান্যরা হলেন সহসভাপতি শাহ আলম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ জিন্নাত আলী ও সহকারী কোষাধ্যক্ষ আলফাজ হোসেন প্রমুখ। নব—নির্বাচিত সভাপতি রুহুল আমিন সরকার বলেন, ‘বিগত দিনে সভাপতি হিসেবে দায়িত্বে থাকা কালিন অবস্থায় দলিল লেখকদের দলিল লেখার ক্ষেত্রে স্বচ্ছতা ও তাদের অধিকার এবং সমিতির অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বাত্মক চেষ্টা করেছি। তাই হয়তো আগামী ৫ বছরের জন্য সকলে মিলে আমায় নির্বাচিত করছেন। আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …