নিজস্ব প্রতিবেদক,লালপুর: নাটোরের বাগাতিপাড়া ও লালপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে যান জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ পিএএ। শনিবার তিনি দুই উপজেলার শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন, মন্ডপসমূহের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন। পরে বিভিন্ন পূজামণ্ডপ সমূহের আয়োজকদের সাথে মতবিনিময় এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।সেই সঙ্গে স্বাস্থ্য বিধি সহ সরকারি দিক নির্দেশনা সমূহ মানা হচ্ছে কিনা তা খোঁজ খবর নেন। এই সময় তার সাথে ছিলেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ। সবগুলি মন্ডপের ব্যবস্থাপনায় তিনি সন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …