নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী মে মাসে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আয়োজন ও তা সুসম্পন্ন করার লক্ষে নেতাকর্মীদের প্রস্ততি নেয়ার নির্দেশনা দিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার(২৪ মার্চ) বিকেল চারটায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বর্ধিত সভার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। এ সময় জেলা আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভার শুরুতে বাগাতিপাড়া উপজেলা সভাপতি আবুল হোসেন ও সম্পাদক সেকেন্দার রহমানের অনুপস্থিতিতে সহ-সভাপতি অধ্যাপক ইউনুস আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মাস্টারকে সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।
শুভেচ্ছা বক্তব্যে শরিফুল ইসলাম রমজান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব দেশ উন্নয়নের মহাসড়কে। এই উন্নয়ন ধারাবাহিকতার লক্ষ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় আসতে হবে। সেজন্য এখন থেকেই দলকে সুসংগঠিত করে নির্বাচনের প্রস্ততি নিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস বলেন, নাটোর-১ আসন বর্তমান সাংসদ শহিদুল ইসলাম বকুলের নেতৃত্বে বিএনপি-জামাত মুক্ত হয়েছে। বকুলের নেতৃত্ব এখানে আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে যার প্রমাণ এই বর্ধিত সভা। আমরা এই ধারাবাহিকতা চাই। এর জন্য যা কিছু করনীয় তা করা হবে।
সভায় উপস্থিত স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল বলেন, আগামী নির্বাচন এই আসন থেকে আওয়ামী লীগের বিজয়ের জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন। নতুন নেতৃত্ব মানুষের ঘরে ঘরে গিয়ে নৌকার ভোট প্রার্থনা করবে। যারা সংগঠনকে অচল করে দিতে চায় তারা দুর থেকে সমালোচনা করে। আমরা সকল সমালোচনাকে পাশ কাটিয়ে আওয়ামী লীগকে এগিয়ে নিতে চাই।
সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা লীগ সভাপতি সংরক্ষিত নারী সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক শফিউল আযম স্বপন, ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজ, মহিলা লীগ সম্পাদিক বিউটি আহমেদ প্রমুখ।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …