রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / বাগাতিপাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা

বাগাতিপাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
মুজিব শতবর্ষপূর্তি উপলক্ষ্যে নাটোরের বাগাতিপাড়া উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে শতভাগ পূনর্বাসন উপলক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় এই ঘোষণা দেওয়া হয়।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল, উপজেলার ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ উপকারভোগীরা।

সভায় বক্তরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাগাতিপাড়ায় মোট ৩৮৪ গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে জমি দিয়ে বাড়ি করে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে বাংলাদেশে কেউ আর গৃহহীন থাকবেনা।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …