সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫

বাগাতিপাড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ মাদক সেবন কারিকে আটক করেছে মডেল থানা পুলিশ।গত বৃহস্পতিবার দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার বাটিকামারী হাজীপাড়া গ্রামের মৃত শের মোহম্মদ এর ছেলে রাকিব হাসান (৩৪) স্বরাপপুর গ্রামের আকুল সরদারের ছেলে আশরাফুল ইসলাম (২৫),কালিকাপুর গ্রামের জামাল আলীর ছেলে পিন্টু আলী (৩০), কালিকাপুর গ্রামের মৃত কচাই মন্ডলের ছেলে আরশেদ আলী (৪৭), তালতলা গ্রামের আবুল কাশেম এর ছেলে সুজন ভুইয়া ওরফে আবুল হোসেন (২৫)। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকে থেকে মাদক সেবনের দায়ে পাঁচ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে পৃথক মাদকের নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের নাটোর জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরও বলেন উপজেলা থেকে মাদকের মূল উৎপাঠন না হওয়া পর্যন্ত মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …