বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার আইনে তিনটি প্রতিষ্ঠান জরিমানা

বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার আইনে তিনটি প্রতিষ্ঠান জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের সহযোগীতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় পণ্যে উৎপাদন ও প্রক্রিয়াকরণ করায় উপজেলার তমালতলা বাজারের ঊষা হোটেলের পরিচালক মুরশিদুলকে ১৫হাজার টাকা।

এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে পাকা বাজারের মোল্লা ট্রেডার্স এর মালিক আব্দুল করিমকে ২হাজার এবং একই অপরাধে পাল স্টোরের মালিককে ২হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় বাজার মনিটরিং এই টিমে উপস্থিত ছিলেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব’র বাগাতিপাড়া উপজেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ ও বাগাতিপাড়া মডেল থানার এসআই আকবর আলী সহ সঙ্গীয় ফোর্স।

আরও দেখুন

পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বিশ্রাম,পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার …