সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় পৌরসভার মেয়র মোশাররফ হোসেন’র স্থগিত আদেশ ৩ মাস পূর্ণ হলো

বাগাতিপাড়ায় পৌরসভার মেয়র মোশাররফ হোসেন’র স্থগিত আদেশ ৩ মাস পূর্ণ হলো

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়া পৌরসভার বহিস্কৃত মেয়র মোশাররফ হোসেন’র স্থগিত আদেশে ৩ মাস পূর্ণ হয়েছে। এর আগে ১ ফেব্রুয়ারী ২১ইং তারিখে মেয়র মোশাররফ হোসেন সাময়িক বরখাস্ত হন। পরে হাই কোর্টে রিটের তার এই বরখাস্ত আদেশ তিন মাসের জন্য স্থগিত করে মেয়রকে পূণরায় দায়িত্বে বহল করে উপ-পরিচালক স্থানীয় সরকার আদেশ জারি করলে, তা গত শুক্রবার শেষ হয় ।

এব্যাপারে উপ-পরিচালক স্থানীয় সরকার গোলাম রাব্বী পিএএ বলেন, ‘মহামান্য আদালত যেহেতু মেয়র মোশাররফ হোসেনের বহিস্কার আদেশটি বাতিল করেনি। বহিস্কার আদেশটি মাত্র ৩ মাসের জন্য স্থগিত করেছিলেন। যা গত ২৫ জুন শেষ হয়েছে। এই আদেশ যদি মেয়র মোশাররফ হোসেন বাড়াতে না পারেন তাহলে পূর্বের আদেশে বহাল হবে অর্থাৎ মেয়র মোশাররফ হোসেন’র বহিস্কার হয়েই থাকবেন বলেও জানান তিনি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …